Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ক্ষুদ্রঋণ প্রাপ্তির জন্য আবেদনপত্র আহ্বান বিজ্ঞপ্তি
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

জামালপুর জেলা শাখা, শহীদ হিরু সড়ক-কলেজ রোড়, জামালপুর।

jms.jamalpur.gov.bd



স্মারক নং- ৩২.০২.৮৯০০.০০০.০৫.০০৮(অংশ-২).২২.১৫                          তারিখঃ- ২৩-০১-২০২৪ খ্রিঃ


                                     ক্ষুদ্রঋণ প্রাপ্তির জন্য আবেদনপত্র আহ্বান বিজ্ঞপ্তি


এতদ্বারা জামালপুর সদর উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এর সুযোগ গ্রহন করে আত্মনির্ভরশীল হতে আগ্রহী উপজেলার শুধুমাত্র মহিলা নাগরিকগণের নিকট থেকে নিন্ম বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।


শর্তাবলীঃ

০১। শুধুমাত্র জাতীয় মহিলা সংস্থা কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

০২। আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাব থাকতে হবে অথবা ঋণ প্রাপ্তির পর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে।

০৩। আবেদনপত্র ফরম আগামী ২৮-০১-২০২৪ খ্রিঃ তারিখ হতে ০৮-০২-২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস  সময়ে শহীদ হিরু সড়কস্থ জাতীয় মহিলা সংস্থা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।

০৪। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১২-০২-২০২৪ খ্রিঃ ।

০৫। আবেদনপত্রের সাথে ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের ফটোকপি ও নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

০৬। এককভাবে/দলগত ভাবে ঋণের আবেদন করা যাবে।

০৭। আবেদনকারীর ভিটে বাড়ী থাকতে হবে এবং জামালপুর সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

০৮। আবেদনকারীর ন্যূনতম অক্ষর জ্ঞান থাকতে হবে।

০৯। ঋণ প্রদানের ক্ষেত্রে স্বামী পরিত্যাক্তা, বিধবা, শারীরিক প্রতিবন্ধি, বিদেশ ফেরৎ কর্মক্ষম নারী এবং জাতীয় মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে।

১০। আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

১১।  পরিবারের বার্ষিক আয় সর্বনি¤œ ১ লক্ষ টাকা হতে হবে।

১২। প্রার্থীর ঋণ অনুমোদন হওয়ার পর তাকে নিজ খরচে ৩০০/- (তিনশত) টাকার নন জুড়িশিয়াল ষ্ঠ্যাম্পে ঋণচুক্তি সম্পাদন করতে হবে।



                                                                                      (আঞ্জুমনোয়ারা হেনা)

                                                                                      চেয়ারম্যান

জাতীয় মহিলা সংস্থা, জামালপুর।

টেলিফোন- ০২৭৭৯৯৯২০২৩

jmsjamalpur@gmail.com

Attachments
Publish Date
31/01/2024
Archieve Date
31/12/2024